এই পৃথিবী কি আসলেও সবার জন্য!
এখানে কি অনেকেরইর চাওয়া, দুঃখ অবমূল্যায়িত হয় না!
নিষ্ঠুরতার যাঁতাকলে পিষ্ট হয় কত আত্মা!
মৃত হয়ে টিকে থাকে মরিবার উপায় খুঁজে না পেয়ে!


জীবনের ভারে অতিষ্ঠ যে জীবন তাই বইছে নিরুপায় হয়ে!
অশ্রুও ঝড়ছে না তার
পাথর চাপা বুকভরা আর্তনাদ,
আহাজারি, বিচ্ছিন্নতা!


নিশ্চুপ, নিরব আকুতি মনের গহীনে
নেই কারও পানে আশ্রয় কিংবা
দুঃখকে উজাড় করবার!
কেবলি সে আকুলিবিকুলি করে
হাত পা ছোড়ে;দীর্ঘশ্বাস ছাড়ে,
বন্ধ চোখে প্রশান্তির বার্তা খুঁজে ফেরে!
কি ভয়াবহ বিভীষিকা!
কি করুণ তার সমস্ত সময়!


কেবলই সে একা একা ভাবে!
আবারও হাত পা ছোড়ে, স্তব্ধ হয়ে নিঃশব্দে চেয়ে থাকে!
এই মূহুর্তে যেন সেই সবথেকে বেশি অসহায়!
অবহেলিত!
এরকম কত মূহুর্ত সে পাড়ি দিয়েছে
নিঃশব্দ অভিমানে।


কেউ কি জানে?