ডুবে যাওয়া স্বপ্নগুলোর সলিলসমাধিতে
তুমি আর কখনো ফুল দিতে এসো না,
দুঃস্বপ্নের সাথে আঁধারের মেলবন্ধনের মাঝে
তুমি এসো না কখনো অযাচিত অতিথি হয়ে।
বুক ভরা দীর্ঘশ্বাসে আজ আমার হৃদয় পূর্ণ
এখানে তোমাকে স্বাগত জানানোর কেউ নেই,
তোমার জন্য জন্ম নেয়া অনুভূতির দেয়াল জুড়ে
আজ শুধু অবরুদ্ধ ক্ষোভের অনল প্রবাহ।
তোমার অধর বেয়ে নামা অশ্রুরুদ্ধ সব প্রশ্নে
আমি পৃথিবীর সবচেয়ে দুর্বল উত্তর প্রদানকারী,
তবুও চেয়েছিলাম তোমার অস্তিত্বে প্রবেশ করতে
হেরে গেছি আমি, জিতে গেছে আমার অনাধিকার।
নতুন কোনো অন্ধকারের জন্মের অপেক্ষায়
আমি আজও পথ চলি টালমাটাল সব রাতে,
অন্ধ হয়ে যাওয়া আবেগের চোরাবালিতে আজ
নিহত হয় বিবেকের মিছিলে অংশ নেয়া সব স্লোগান।
হাজার বছরের পুরোনো আদিম পশুদের মতন
আজ আমি উপভোগ করি ছিন্ন সব সময়ের অসময়,
তবুও একফোঁটা অশ্রুর দামে বিক্রি হয় আমার স্মৃতি
একফোঁটা বৃষ্টির জন্য প্রবল হাহাকার করে এই শরীর।
তৃষ্ণার্ত ভাবাবেগে সমৃদ্ধ প্রতিটি সকাল জন্ম দেয়
অনাকাঙ্ক্ষিত সব রাতের নিরন্তর চাওয়া-পাওয়া,
শেষ বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় চেয়ে থাকি
নিঃস্ব রিক্ত আকাশের দূর থেকে ভালোবাসার মেঘে।
অদৃশ্য মায়ায় ছেঁকে ধরে চারিদিকের বাতাসের গান
তবুও আমি জানি, এই গানের কোনো সুর নেই,
বেসুরো রাতের নিস্তব্ধতায়, মহাকালের অভিশাপে
আজ আমি এক অনাদিকালের অন্ধকারের রাজদূত!