চোখের মাঝে মৃত ঘুমের লাশে
রক্তিম আভায় উদ্ভাসিত নগ্ন উল্লাস,
বিভাজিত করে পৃথিবীতে জন্ম নেয়া
ঘুণে খাওয়া মানবতার ভাগ্যের পরিহাস।
আদিমকাল হতে উত্তপ্ত মরুভূমির তৃষ্ণায়
বলি হয় অনাদিকালের সূর্যসন্তান,
রক্তগঙ্গার ইতিহাস চরিতার্থ করে
ভেঙে পড়া সব ঐক্যের আহ্বান।
রিক্ত নিঃস্ব ভাগ্যলিপিও পরিবর্তিত হয়
চেয়ে থাকা শকুনের চোখের তারায়,
পরাবাস্তবতায় মাথা ঠুকে মরে আজ
প্রবল অভিশপ্ত নেশাময় সময়।
তবুও জাগবে না বিবেক, জাগবে না মানুষ
তবুও মৃত চিলের চিৎকারের মতোন,
হেরে যাবে ধেয়ে আসা কালো মেঘের
কালবৈশাখীর উন্মাদনার করুণ নাঁচন।
জেগে থাক তবে ঐ নক্ষত্রের পরিহাস
লেখা থাক সব এই অস্থিরতার ইতিহাসে,
দেবদূতেরা না হয় থাকুক লুকিয়ে
অনন্ত কালো আঁধারের চারিপাশে।
পুড়ে ছাই হোক অন্ধ সেই শিকারী
খাক হোক নতুন শব্দের রক্তাভ ভান্ডার,
মাথা কূটে মরেও নিঃস্ব হোক আজ
অকালে বেড়ে ওঠা ক্ষোভের চিৎকার।
বয়ে যাক সব জড়তার আস্ফালন,
চেনা অচেনা আঁধারের নিষ্ঠুর অবগাহন।