কখনো রক্তের বুদবুদে
শব্দেরা মেলে ডানা,
ক্ষুধা-তৃষ্ণার পাঠশালায়
সব অজানা হয়ে যায় জানা।


কখনো নিষ্পাপ জীবন
জমা হয় বাকির খাতায়,
লুটেরারা জাতির পিতা হয়ে
টিকে রয় ইতিহাসের পাতায়।


লাখো শিশুর রক্তে
মাটি যায় ছেয়ে।
লাখো মায়ের বুকফাটা আর্তনাদ,
নির্বাক বিশ্ব শুধুই দেখে চেয়ে।


এখানে মানবতা নীরব,
আইন পা চাটে শক্তির।
এখানে যুদ্ধাপরাধ নেই,
কোন স্থান নেই গণতন্ত্র ভক্তির।


সবখানে বাহারি জ্ঞান
আর শক্তির বড়াই।
আমাদের চাওয়াগুলো অসীম,
আত্মাটা যেন চড়াই।