গোধূলি লগ্নে হয়েছি মগ্ন
নয়ন পলকহীন
সন্ধ্যারানি আসিছে নামি
শেষ হলো যে দিন।
দিগন্তে ছড়ায়ে লালিমা
আকাশে লাজুক হাসি
মিষ্টি আলোর কালোচুলে
সন্ধ্যা নামিল আসি।
আকাশ বাতাস ধরণীর নিঃশ্বাস
কুসুম তরুদল নদীনির জল ,
আনন্দিত সবাই রোমাঞ্চিত  
মুগ্ধ মোহিত স্থির নিশ্চল।
মুগ্ধ নয়নে স্তব্ধ বয়ানে  
চাহিয়া সবাই সন্ধ্যা তারার পানে
বাজিছে যেন মোহিনী সুর মন্দ্র মধুর
ধরণীর কানে কানে।