এসেছিলাম সেই হিমালয়ের দেশ থেকে,
সহস্র পথ ঘুরে,তুমি সাগরের কাছে।
চেয়ে আছি সেই সুদুরের পানে,
যেখানে সব মিলায় যায়, নীল আকাশের মাঝে।
তোমারি মাঝে হয়ে বিলীন, আমি তোমায় দিয়েছি রুপ,
তারি বাসনা বুকে বাজে অবিরাম, শুধু আমি নিশ্চুপ।


দেখেছি আমি আকাশ জুড়ে, সেই পদ্মমুখি চোখ,
আমায় যেন গ্রাস করেছে, তারি পদ্মকাঁটার শোক্।
মেঘেরা যেন, মেঘ নয় আর, সাজিয়ে তার চুলের বাহার,
ক্লান্ত প্রাণ আমি এক, শুধু অপেক্ষা বৃস্টি নামিবার।
তোমারি মাঝে হয়ে বিলীন, আমি তোমায় দিয়েছি রুপ,
দিন যায়, রাত যায়, শুধু আমি নিশ্চুপ।


নীশিথ রাতি, কালবইশাখী, শত শত পাখিদের উড়ে যাওয়া,
শুখনো মুখ, নীরব চোখ, একলা ঘরে বসে থাকা।
আকাশ মাঝে ধপ্ করে, কোনও প্রদীপের জ্বলে ওঠা,
জানালার কাচে, কত রাত্রির, কান্না এঁকে যাওয়া।
তোমারি মাঝে হয়ে বিলীন, আমি তোমায় দিয়েছি রুপ,
সুখে থাক সব, সব কোলাহল, শুধু আমি নিশ্চুপ।