বর্ষা সকল সুখ-দুঃখে, বর্ষা বুকের মাঝে,
বর্ষা বধুর অঙ্গ বেয়ে, বর্ষা চোখের জলে।
বর্ষা ঐ দুর আকাশে, তপ্ত রবির মনে,
বর্ষা তোমার পাদপদ্মে, প্রভু! ঐ চিরানন্দধামে।


বর্ষা সকল চাওয়া-পাওয়ায়, সকল টানে-টানে,
বর্ষা কালো মেঘের চুলে, বজ্রের-আঘাতে।
বর্ষা ঐ শঙ্খের সুরে, বর্ষা হরির নামে,
বর্ষা তোমার পাদপদ্মে, প্রভু! ঐ চিরানন্দধামে।


বর্ষা সকল ইচ্ছে-পূরণে, সকল লাভ-ক্ষতির হিসেবে।
বর্ষা সকল জ্ঞান-বিচারে, বর্ষা মানবধর্মে।
বর্ষা ঐ বাঁশির সুরে, বর্ষা হরি নামে,
বর্ষা তোমার পাদপদ্মে, প্রভু! ঐ চিরানন্দধামে।