তোকে ছাড়া বড় ভয় পেতাম যে
বাঁচব কি করে?
বেশ করেছিস হারিয়ে সেই তুই
কোনও কথাই না রেখে তুই কিচ্ছু না শুনে।


এইতো কেমন একলাটিতে
দেখনা আমি বেঁচে আছি যত দুঃখ নিয়ে বুকে,
আজ তুইহারা এই একলা আমি
চিনছি আমার আমিকে যে অন্তরের গভীরে।


হারিয়ে গিয়ে তুইও কেমন জানিয়ে দিলি -
নাবলা সব কত কথা কিচ্ছুটি না বলে,
এখানে ভ্রাম্যমান সব পথের সাথী
কেউ কারও নয় তুই আমি এই ধরণীর পান্থশালাতে।


হারানো সুর অবিরত
বাজে এ'মন কানে আমার তোকে হারাবার,
কাঁটাঘেরা সুগন্ধি এক গোলাপ সম
অমূল্য এই মানব জীবন মায়াবী সে অনিশ্চিত অপার।
______________________
অমিতাভ (১৮.৭.১৯)