আজও তো দেখি ভোরে,
শিশির ভেজা ঘাসের মাথায় ঘাসফুলেরা ফোটে।
জোয়ার ভাটার সাথে রাত্রি দিনও হয়
পাখির কলতানে আজও জাগে ভোর।
আজও তো আলো দেয় রবি, চাঁদ হাসে নির্মল,
আকাশের কোণে জাগে শতভিসা শুকতারা সপ্তর্ষি মন্ডল।


এদিকে বাতাসে ওড়ে ছাই সারা আকাশ যায় ছেয়ে -
সভ্যতার আঁচল পুড়ে পুড়ে।
বেরিয়ে আসে যত সমাজের লজ্জা,
উলঙ্গ করে তারে, ধর্ষনের পর
বর্বরেরা বলে নারী কলঙ্কিনী।
বুকফাটা ক্রন্দন শুনি বাতাসের গায়,
লাঞ্ছিতা ধরণীকে আজ বহুলাংসে করেছে অলঙ্কৃত
কলঙ্কিত যত নায়কের দল।
----------------------------------------
অমিতাভ(২০.১.২০১৭)বাড়ি, ভোর ৮-৩০