===================

খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে
দাদু খায় নাতি খায় ছেলে আটসট্টিতে।

দেশলাইয়ের বারুদ ধাঁসা খোলও সেঁতসেঁতে
সিগারেট খাবার সখ আগুন নেই দেশে !!
কার বা গোয়াল ঘর, কে বা দেবে ধোঁয়া
চতুর্দিকে ডাঁস মাছিরা - ভনভনিয়ে ঘোরে !!

মুঘল গেছে বৃটিশ গেছে আটসট্টি বছরও গেছে
স্বাধীনতা আর গণতন্ত্রও ঘেঁটে গুলে ঘোল ...
দেশটা তো আজ কিছু নেতা (?) কিছু দাদা
আর ফড়েরাই সামলায় !

ওরা কেউ বা বাজ়ায় ঢাকের বাদ্যি
কেউ বা পেটায় ঢেঁড়া -
মাঝে মধ্যে গাজন গায় পনেরোয় ছাব্বিশে।

নেচে কুঁদে মাইক বাজিয়ে তারস্বরে হাঁকে,
হরির লুটের বাতাসা ছেটায়
ওদেরই কিছু পাইক পেয়াদার মাঝে !!

পাঁচ বছর পরে পরেই বসায় মহা কুম্ভ মেলা
ওরা নানা রংএর মুখোশ পরে -
রং মেখে সং সেজে ওরা
ভোটের গাজন গায়।

তারই মধ্যে বিলাসিতা - স্বাধীনতার মেলা
নাচন কোঁদন বাজছে বিন্ -
ওরা দোলায় তালে মাথা।

এদিকে অগনিত অসহায় উর্দ্ধবাহু হয়ে -  
একটুখানি খেয়ে পরে বাঁচার ভিক্ষা করে।

মরছে মানুষ মরছে শিশু আমজনতা হায়
প্রতি রাতে নির্বিচারে কত স্বপ্ন অন্ধকারে -
নীরবে হারায় ।

হাঃ ...
খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে
দাদু খায় নাতি খায় ছেলে আটসট্টিতে !!!
=======================
অমিতাভ (২৬।০১।২০১৫) বিকেল ৬-০০