আমাকে এগোতে বোলোনা আর,
বলতে পার কি কেউ
এরপর আর কী হবে এগিয়ে?
যত দুর চোখ যায় ব্যপৃ্ত চরাচরে
দেখি সামনে শুধুই কর্দমাক্ত পিচ্ছিল  এক -
এঁটোকাঁটা ছড়ানো পথ - পুতিগন্ধময় ।
এই কি আধুনিকতা?
নাকি সস্তা ‘কনজিউমারিসম’ আর সঙ্কির্ণতার বারুদে ভরা এক ছুচোবাজি চাল!
এগিয়ে থাকার মুখোশ পরা -
পশ্চাতমুখি এক অস্থির অন্তঃসারশূন্য যাপিত জীবন?


আমাকে এগোতে বোলোনা আর ,
কী হবে এগিয়ে?


নিচু হতে হতে আজ মাথা ঠেকে গেছে প্রায়
হাঁটুর মালাইচাকির কাছে
দেখতে পাইনা আর এগিয়ে যাবার মসৃ্ন প্রশস্ত পথ।
চারিদিকে শুনি শুধু নাই নাই হাহাকার,
চাই চাই আরও চাই শুধুই নিজের।
আমার আমার বলে সবাই শুধু করে কোলাহল!
----------------------------------
অমিতাভ (১৯.১১.২০১৬)