গোধূলির রঙ মেখে ক্লান্ত দিন যায় ডুবে
সন্ধ্যা নেমে আসে ধিরে কালো পাখা মেলে
আলো হারা দিন ঢলে রাতের কোলে শেসে
বটের ঝুরি নামে মন্দিরের গায়
সান্ধ্য আজান শুনি গোধুলি বেলায়
রক্তাভ ছায়াগুলি দীর্ঘতর হয়
নিজেরে হারাতে দেখি ধুসর ছায়ায়
অলস হাওয়া বয় শূন্যতারা  নামে তন্ত্রী শিরায়
পাতা ঝরা হেমন্তের বিকেলে ধুলোর ঘুর্ণিরা ওড়ে
কানে কানে বলে যায় -
দিন যে ফুরায় ....
পায়ের চিহ্নরা যায় মুছে সময়ের গহ্বরে
বেলাশেসে সুনসান বালুকাবেলায়
----------------------------
অমিতাভ