দাদু শোনো
_________
দাদু - অনেক তো হল এই বাঘবন্দী খেলা
জড়সড় হয়ে ভয়ে, কেমন পড়ে আছি ঘরের কোনে,
শিশু আমি বোল ফোটেনি
ভাবছ বুঝি তোমরা সবে অবোধ আমি আলুভাতে নিতান্তই বোকা  ।


দাদু - বোবা হয়েই দেখছি বসে
কেমন কাড়ছে জীবন ভাঙছে স্বপন বিষণ্ণ হতাশায় ।
শৈশবের মধুমাস আর বার্ধক্যের উপরি দিনগুলো নিয়ে
খেলছে কেমন নির্মমতায় অদৃশ্য বিষাক্ত কীটেরা ।


দাদু - পাপ কখনও হয়না দীর্ঘায়ত
তুমিতো জান - রক্ত মাংসের ওই ফ্রেঙ্কো জার
নাহয় শক হুন পাঠান কিংবা ব্রিটিশ মুঘল,
ওরা কেউই পারেনি শেষে ওড়াতে চির বিজয়কেতন ,
ধুলায় মিশে গেছে নিরো কেলিগুয়া কিংবা দাম্ভিক হিটলার ।
সময়ের নিয়মে তাই নিকৃষ্ট এদেরও শেষ হবেই যে অচিরে ।


দাদু - চল যাই নিভৃতে নিরজনে একটু নাহয় সাবধানে
একটু বাতাস একটু নীলের ছোঁয়া পেতে দেহে ।
লাগুক গায়ে আনমনা ওই ক্ষেয়ালি বাতাস -
চার দেয়ালে বাঁধা পড়া উপোষী এ'শরিরে,
একটু ছুটে যেতে যাই সবুজ প্রান্তরে ,
নীল আকাশে ছুটে চলা ওই সাদা মেঘের নিচে ।
__________________________
অমিতাভ শূর (১১.৭.২০২১)
( সৌজন্যে - দাদুভাই থিওকে )


** আজ আসলে ওকে নিয়ে সক্কাল বেলা নির্জনে একটু বেরিয়েছিলাম 'লং ড্রাইভে', ওর চোখে মুখে শিশু মনের অপার আনন্দ দেখে আমার এই লেখা ।