শরতের বাহন ওগো সাদা উড়ো মেঘ,
চঞ্চল পুলকিত তুমি আনন্দ আবেগ ।
শরৎ নেমেছে ওই ধরণীর বুকে
দূর করে দিতে যত পার্থিব জঞ্জাল, ব্যর্থতা, ক্লান্তি মনের ।


এনেছ আঁচল ভরে কত আলো হাসি গান
উৎসবে মিলনের যত সুর লয় তান।
ফুল্ল কুসুমিত ওগো শরতের রানী,
সেজেছ শিউলি কাশে তুমি পদ্ম বিভাসে ।
তুমি তো আনন্দধারা , দাও অভয়বানী,
জগৎ জননী মা দুর্গার তুমি আবাহনী। ।


নাও না আমাকে ওগো শরতের মেঘ
সাথী করে নিয়ে তোমার বিলাসি উড়ানে,
ভেসে ভেসে চলে যাব অক্লেশে হেসে,
পিছুটান ফেলে কোনও অজানা সে দেশে - নিরুদ্দেশে ভেসে ।
___________________
অমিতাভ (২০.৯.১৮)বাড়ি, সকাল ৬-১৫