ক্রমাগত ঠকিয়ে চলেছি
নিজেরেই নিজে ।

বেশির ভাগই বুঝে ...
হয়তো  বা - কিছুটা না বুঝে !!

আপোষ -
পদে পদে কত যে আপোষ করে চলি ।

একটু বাঁচার জন্য
একে একে  বিক্রি করি মূল্যবোধ গুলি ।

নিজেরে নামাই কত নিচের তলাতে
একটুকু সুখ আর  সুবিধাটুকু পেতে ।

নিজেরে বিকিয়ে দিয়ে হয়তো বা একদিন
পেয়েও গিয়েছি কিছু শেষে।

তবে সেইদিন নিজেই নিজের কাছে
হেরেও গিয়েছি অবশেষে।

বিবেকের কাছে নিজে বড় ছোট হয়ে গেছি আজ
আপোষের ক্ষেদে ।

দর্পণে পারিনা আর দেখতে নিজেরে
চোখে চোখ রেখে ।

নত হয়ে গেছে মাথা হারিয়ে নিজের কাছে
লালিত  যাপিত যত আত্মসম্মানগুলো ।

একটু বাঁচার জন্য শেষে
হারিয়ে ফেলেছি আমি নিজেরেই নিজে  ??

বেশির ভাগই বুঝে ...
হয়তো বা - কিছুটা না বুঝে !!
================
অমিতাভ( ৩১।১০।২০১৪) সন্ধ্যা ৭-০০