থাকতো কি এ জীবনে যন্ত্রনা?
তারাদের শুধু দূর থেকে দেখা যায়
            চাইলেই কি তাকে পাওয়া যায় ?
সপ্ন্ন কে শুধু মনে মনে দেখা যায়
           চাইলেই কি তাকে ছোয়া যায় ?
মনে মনে ভাবি আমি কত কিছু
           পাইনা না আমি কেন কিছু?
বিদীর্ণ মনে পাইনা শান্তনা সান্তনা
           অদৃষ্ট  দিয়ে যায় মন্ত্রণা .....
তাই বাস্তব হত যদি কল্পনা
         থাকতো কি এ জীবনে যন্ত্রনা?
কত শত প্রশ্নেরা জাগে মনে
        মুছে যায় স্মৃতি গুলো ক্ষনে ক্ষনে
মন আমার দুঃখের সাহারা  
          বাস্তবে আজ আমি দিশেহারা  
স্বপ্নেরা বাস্তবে খেলেনা
          তাই কল্পনা বাস্তবে মেলেনা
তাই বাস্তব হত যদি কল্পনা
        থাকতো কি এ জীবনে যন্ত্রনা ?????


                       লেখা =>অমিতাভ