পথের ধারে প্রস্ফুটিত কৃষ্ণচূড়ার বাহার,
পশ্চিম দিগন্তে উদ্ভাসিত মেঘের পরীক্ষাগার।
উষ্ণতার খামে মোড়া মধ্যাহ্নের চিঠিখানা
উন্মোচিত হবে যখন বৃষ্টির আনাগোনা।
গ্রীষ্মের সীমারেখায় অসহনীয় জীবনধারা,
সান্ধ্যকালীন অবসরে উড়ে যায় পাখিরা।
রাতের আকাশে তারামণ্ডলের  বিস্তৃতি,
দুরন্ত  মেঘের ঠিকানায় লিখে চিঠি।
আঁধার রাতে আলোর ঝলকানি মেঘের গর্জনে,
অনাগত দিনের ছবি ভেসে উঠে গগন পানে।।


রচনা কাল -২৫/০৫/২০২১ ইং