আজ মেঘলা দিনে বসে বসে ভাবি,
দিন গুলি ছিল এক  চিলতে ছবি।
উঠোন কোনে জুঁই ফুলের সৌরভ,
বর্ষার প্রাণ-চঞ্চল ছিল দুরন্ত শৈশব।


বৃষ্টি ভেজা দিনে বর্ষাতি  ছাড়াই,
শিক্ষালয়ে যাওয়ার মজা ভিন্নই।
পুস্তকাদি সব কিছু ভিজে হত একাকার,
সেই দিনলিপি আজ খুঁজে পাওয়া কল্পনার।


মেঠোপথের মাঝে সঞ্চিত জলরাশি,
মাড়িয়ে দিতে হতো স্কুলের পথে পাড়ি।
মেঘের গর্জনে চমকে যাওয়ার অকুতোভয়,
স্রোতের টানে ঢেউয়ের রূপ  কত স্মৃতিময়।


    ভেজা মাটির গন্ধে আবেগ তাড়িত মন,
জীবনের ফেলে আসা দিন অনুভবের সিঞ্চন।
স্কুলের মাঠে জলখেলা  সেই দিনগুলিতে,
মনে পড়লে হৃদয় জেগে উঠে আনন্দেতে।


ফিরতি পথে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি,
মনে পড়ে যেত জীবনানন্দের কবিতার উদ্ধৃতি।  
দিনের শেষে বিকেল বেলায় বর্ষণ মুখর দৃশ্যে,
চলে যেত মন এক অন্তহীন সীমানার স্পর্শে।


         ......................
        ০৭/০৬/২০২০ ইং।