প্রকৃতির লীলাভূমি শ্যামলী সিপাহীজলা
সবুজ অরণ্যে পশু পাখিদের সমাহার,
রকমারি তরু, সুবিশাল স্বচ্ছ জলাশয়
যেন প্রকৃতির অনির্বাচিত উপহার।


ত্রিপুরার রাজন্য স্মৃতি বিজড়িত নীরমহল
  দাঁড়িয়ে আছে রুদ্রসাগরের নীরে,
শুভ্র মহলের অপার সৌন্দর্যের চিত্র
মন হারিয়ে যায় সাগরের গভীরে।


প্রত্নতাত্ত্বিক নিদর্শন শৈব তীর্থ ঊনকোটি
পাথরে খোদিত দেব-দেবীর মূর্তি,
অশোকাষ্টমীতে  বসে মেলা
ভ্রমণ পিপাসুদের এক তৃপ্তির অনুভূতি।


একান্ন পীঠের অন্যতম ত্রিপুরেশ্বরীর মন্দির
মহাতীর্থে পরিণত আজ দর্শনার্থীর সমাগমে,
মহারাজ ধন্য মাণিক্য করেছিলেন প্রতিষ্ঠা
দেওয়ালিতে বসে মেলা এই পবিত্র ধামে।


ডম্বুর লেকের নৈসর্গিক শোভা
নারিকেল কুঞ্জের এক অন্য বৈচিত্র্যতা,
এক বিস্তীর্ণ জলরাশি, মনে হয় অন্য ত্রিপুরা
নিরিবিলি পরিবেশে যেন স্বতন্ত্র অভিজ্ঞতা।


উজ্জয়ন্ত প্রসাদ রাজধানীর প্রাণকেন্দ্রে
দাঁড়িয়ে আছে তার বিশাল সম্ভারের ডালায়,
ত্রিপুরার রাজবাড়ী , শুভ্র বিশাল ইমারত
সন্ধ্যায় সেজে উঠে বিশেষ আলোকমালায়।


ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলা
পুরাতন হাবেলীতে চতুর্দশ দেবতা মন্দিরে,
সাত দিন চলে লাখো মানুষের মিলন মেলা
মন্দির প্রাঙ্গণ ভরে উঠে পুন্যার্থীর ভিড়ে।


ত্রিপুরার ভূস্বর্গ জম্পুই হিল
অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা,
স্বচ্ছ গ্রাম ভাংমুন প্রকৃতির কোলে
বেতলিং শিব সর্বোচ্চ পর্বত চূড়া।


রয়েছে আরও অগণিত স্থান পর্যটন মানচিত্রে,
  একবার ঘুরে আসা যায় সেইসব ক্ষেত্রে।।

     ১/১০/২০২৩ ইং