স্বচ্ছ আকাশে ভাসমান সাদা মেঘের ভেলা,
কাশ ফুলের বনে লাগলো আজ দোলা।
       শিশির ভেজা ভোরে শিউলির ঘ্রাণ,
শরতের মোহনীয় স্নিগ্ধতা আজ প্রতীয়মান।

শরতের হাওয়ায় বেজে ওঠে আগমনীর সুর,
     নতুন স্বপ্ন দেখায় শিশির সিক্ত ভোর।
ভোরের শিশির জমে কচি ঘাসের ডগায়,
ব্যাকুল হয় উদাসী মন শরতের স্নিগ্ধতায়।  


পড়ন্ত বিকেলে সোনালী রোদের হাতছানি,
মর্ত লোকে বেজে উঠবে আনন্দের ধ্বনি।
  জেগে উঠবে প্রকৃতি দেবীর আরাধনায়,
সেজে উঠবে মণ্ডপ অপরূপ আলোকসজ্জায়।।