হৃদয়ের ডায়েরির পাতাখানা সযত্নে  তুলে রাখা,
এগিয়ে যাওয়ার পথ জীবন বৃত্তের পরিধিতে আঁকা।
আঁধার অন্তর্নিহিত হয় আলোর রোশনাই প্রজ্জ্বলনে,
সৌহার্দ পূর্ণ আবেশের উৎপত্তি আনন্দের সংকলনে।


মহাসমুদ্রের তলায় হারিয়ে যাওয়া জাহাজের ভগ্নাংশ,
সহস্র  বছর থাকে অবিকল যেন অজানার সারাংশ।
জীবনের রঙ্গমঞ্চে অভিনীত গীতি নাটিকা,
অতীত দিনের স্মৃতি বিহ্বল মনের অণুচক্রিকা।


উদ্যমী প্রচেষ্টায় আসে জীবনের সাফল্যের সম্পৃক্ততা,
এগিয়ে যাওয়ার মহামন্ত্র অতীতের কোনো ব্যর্থতা।
স্বপ্নের স্রোতে না ভেসে নিজেকে করতে হয় নিয়োজিত,
নিজের ব্যক্তিসত্ত্বার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত।।