সালটা ছিল দুহাজার এক
আমাদের জীবনের নতুন অধ্যায়,
সেই অবিভক্ত উত্তরের জেলাসদরে
ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়।


আগস্টের প্রথম দিনে ক্লাস শুরু
স্বরূপ ভট্টাচার্য গনিতের অধ্যাপক,
জীবনের রঙ্গমঞ্চে অভিনীত
সেই দিন গুলি আজ স্মৃতি স্মারক।


গোধুলি বেলায় ভ্রমণ মনু নদীর তীরে
মনে লাগতো হাজারো দোলা,
গৌরবান্বিত ছিল সেই কলেজ জীবন
সে কি আজ যায় ভূলা?


রসায়নের আরডি স্যার,সঞ্জীব স্যার,সুরজিৎ স্যার
   ছিলেন অনেক প্রথিতযশা শিক্ষক,
অজয় কুমার ভট্টাচার্য অধ্যক্ষ
মণীশ স্যার, গৌতম স্যার কত বিশিষ্ট অধ্যাপক।


পার্ট ওয়ান পার্ট টুর ছিল যে বালাই
সেই যুগে আমাদের ছিলনা মুঠোফোন ,
কৈলাশহরের প্রানকেন্দ্রে নেতাজী কর্নার
সান্ধ্য অবসরে হত পারস্পরিক কথন।


তিনটি বছর পেরিয়ে যায় অবলীলায়
জীবনের বৃহত্তর ক্ষেত্রের উন্মোচন,
কেউ চাকুরী কেউবা ভালো বানিজ্যে
অধিকাংশই নিজেকে করেছে সংযোজন।।