আকাশে কালো মেঘ সাদা মেঘের স্থানে,
       অঝোর ধারা কাশ ফুলের বনে।
  মেঘ রাশি উড়ে যায় দূর থেকে বহু দূরে,
  ঋতু রানী শরতে মুষল ধারায় বৃষ্টি ঝরে।


বৃষ্টি ভেজা দিনে ব্যাহত জীবনের গতি,
     সূর্য রশ্মির দিন কয়েকের বিরতি।
দিনের দৃশ্য বসে দেখি ভেজা  জানালায়,
ঋতুতে শরত কিন্তু প্রকৃতি সেজেছে বর্ষায় ।


    সহসাই অকালবোধনের হবে সূচনা,
কিন্তু হারিয়ে গেছে শরতের নীল ঠিকানা।
এই ভ্রুকুটি সরিয়ে উঠবে নতুন রবির কিরণ,
বৃষ্টির কাছে করবনা আমরা আত্মসমর্পণ।।


      ০৬/১০/২০২৩ ইং