দিবস রজনী যেন ক্লান্ত অসহায়
প্রকৃতির দাবানলে হারিয়ে তার গতি,
শুষ্ক প্রায় এই ধরিত্রীর বারি রাশি
মেঘের আড়ালে ফিরে পাওয়ার আকুতি।


পথ মধ্যে তরুচ্ছায়ায় ক্লান্ত পথিক
নিরবে মেটায় তৃষ্ণা মৃদু সমীরণে,
দিবাকর যেন আজ দ্বিগুণ উৎসাহী
বাড়িয়ে উত্তাপ সোনালী বিকিরণে।


তবু পথিক যেন ক্রম ধাবমান
এক মুঠো স্বপ্নে প্রত্যাশার আবাহন,
চাতক পাখির মতো নিরবে বসে থাকা
আসবে বারিধারা, সিক্ত হবে ভূবন।।


রচনা কাল - ১২/০৬/২০১৯ ইং