মনের ডানা মেলে উড়ে যাই গহীন অরন্যে,
মেঘের রূপসজ্জা দৃষ্টিগোচর দক্ষিণ গগনে।
পশ্চিম  আকাশে সূর্যডুবি নতুন দিনের খোঁজে,
দিনের সাতকাহন লুকিয়ে রাখে মেঘের ভাজে।


রসালো ফলের সুগন্ধে মাতোয়ারা মৌমাছি,
উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে উৎসের কাছাকাছি।
নানা রঙ্গের ফুলের সৌরভ বাগিচা জুড়ে,
অবারিত প্রস্ফুটনে অতীত যে  ঝরে পড়ে।


নতুনত্বের বিকাশে পশ্চাদ্ ফিরে তাকিয়ে দেখা,
অজস্র দিনের রহস্যময় চাবিকাঠি পাশে রাখা।
মনের অলিন্দে গৃহীত সন্মিলিত অনুপ্রেরণা,
কঠিন বাস্তবেও  উদ্যম নিয়ে আসে নব্য ধারণা।।


        
রচনা কাল - ১১/০৬/২০২০ ইং