দুষ্ট মৌল হাইড্রোজেন, নিষ্ক্রিয় হিলিয়াম,
সবচেয়ে হালকা ধাতু আছে যে লিথিয়াম।
বেরিলিয়ামের পর আসে মৌল বোরন,
ষষ্ঠ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট  মৌল যে কার্বন।

নাইট্রোজেন , অক্সিজেন  বিরাজমান বায়ুমণ্ডলে,
ফ্লোরিনের পরিচিতি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলে।
বৈদ্যুতিক বাতিতে থাকে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন,
ক্রমান্বয়ে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন।


বহুরূপী ফসফরাস , গন্ধক নামে পরিচিত সালফার,
হ্যালোজেন মৌল ক্লোরিন, আর্গন নিষ্ক্রিয় আবার।
ছুরি দিয়ে কাটা যায় নরম ধাতু পটাশিয়াম,
মানব দেহের অস্থিতে থাকে মৌল ক্যালসিয়াম।।


      রচনা কাল - 29/12/2022 ইং