সূর্য মামার তাপের দাপটে
হাঁসফাঁস গরমে বেড়েই চলে অস্বস্তি,
প্রখর তপন তাপে আগুনের ফুলকি
   কখন যে আসবে স্বস্তির বৃষ্টি।


দক্ষিণ গগনে উঁকি দেয়না কালো মেঘ
অসহ্য গরম থেকে মেলেনা রেহাই,
সত্যিই বদলে গেছে আমাদের প্রকৃতি
এর জন্য নিজেকেই দায়ী করে যাই।


সূর্যের খরতাপে মাঠ শুকিয়ে চৌচির
চাষীরা ভাবে এই যেন নামবে বৃষ্টির ধারা,
রৌদ্রোজ্জ্বল আকাশ পানে চেয়ে থাকি আমি
কোথাও আজ ভেসে বেড়ায় না মেঘেরা।


    দুপুর  বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে
সারাটি দিন ব্যাপৃত থাকে উষ্ণতার ভাঁজে,
দিবানিশি ঊর্ধমুখী উষ্ণতার পারদ
উদাসী মন বেরিয়ে পড়ে বৃষ্টির খুজেঁ।

মেঘের ঠিকানায় আমি লিখে যাব চিঠি
জানি একদিন আসবে এর প্রত্যুত্তর,
অঝোরে ঝরে যাবে বৃষ্টি, দহন জ্বালা শেষে
মেঘের আড়ালে লুকিয়ে যাবে এই রৌদ্দুর।।


রচনা কাল - ০৫/০৬/২০২৩ ইং