স্রোতের প্রতিকূলে আমি চলতে শিখেছি
অনুকূলে যে চলা যায় সেটা ছিল না অজানাতে,
হয়তো সময়ের স্রোত চলতে দেয়নি আমাকে
কিন্তু হাল ছাড়িনি, ধরেছি  দাঁড় শক্ত হাতে।


অগভীর সমুদ্রে ডুবে যাওয়ার ভয় ছিল না
মরুভূমির মরীচিকার পিছনে ছুটে চলিনি,
বাস্তবের আঙ্গিনায় ভিত্তি প্রস্তর স্থাপন করেছি
পথ অন্বেষণে অনাগত দিনের কথা ভাবিনি।।