ঘুম আসে না মধ্য রাতে,
কী আসে যায় কারুর তাতে,-
শব্দ কিছু দাপিয়ে বেড়ায় বুকে।

বুকের থেকে নামিয়ে ওদের,
মুন্সিয়ানায় ছন্দবোধের
খাতার পাতায় গুছিয়ে রাখি টুকে।

মনপবনের ঝুটঝামেলা,
মন্ত্রণা দেয় উপড়ে ফেলার
বন্ধ তালা গুমরানো সিন্দুকের।

ফিসফিসানি ফাগুন হাওয়ার,
স্বপ্ন নাওয়ের বৈঠা বাওয়ার,-
থোড়াই কেয়ার হিংসুটে নিন্দুকের।

মন্ত্রণা দিক যতোই ওরা,
প্রত্যাখানের গুপ্ত ছোরার
ক্ষত'র জ্বালা ভুক্তভোগীই জানে।

কল্পকথার সব ছবি তাই,
বললো কথা সব কবিতায়,
পাঠিয়ে দিলাম ঠিকানাহীন খামে।
              (১৯/০৩/২০২১)