আমার এই পাড়েতে বসত,
তুমি অন্য পাড়ে থাকো।
মাঝে ঢেউ উত্তাল নদী,
তুমি কুমির পুষে রাখো।

কুমির ঘাপটি মেরে থাকে,
আমি নাম দিয়েছি অহং।
তুমি মানবে না তা জানি,
খুঁজি অন্য কিছু বরং।

মাঝে মস্ত ভুলের নদী,
তুমি বলতে পারো জাঁকও।
বাড়িয়ে হাত দিয়ে হাত ছুঁলেই
ঠিক পেয়েই যেতাম সাঁকো।

কেউ বাড়ায় নি তো হাত,
সবার যে যার মতো থাকা।
পুরু চশমা চোখে আঁটা,
কাচ বাষ্পে পড়ে ঢাকা।

ঢেউ ছেটায় জলকণা,
বাষ্পে ঝাপসা হলো নজর।
ভুল বোঝার গল্প এটাই,
এটার থেকেই হাজার ওজর।

ওজর যেটাই দিয়ে থাকো,
মোদ্দা এটাই তা'লে দাঁড়ায়।
হৃদয় হৃদয়কে ছোঁয় সাঁকোয়
যদি হাত দুটো কেউ বাড়ায়।

সাঁকো বৃত্ত যতো ভাঙ্গুক,
হৃদয় হৃদয় ছুঁয়েই রাঙ্গুক।
         (০৩/০৩/২০২১)