ধার করা সব কিছু, নিজস্ব কিছু না।
বাবুয়ানি ঠাটেবাটে সেটা বড় ইস্যু না।
'পরধনে পোদ্দারি' কারে কয় বুঝতে,
পূর্ণিমা রাতে এসো উত্তর খুঁজতে।

নিজের তো কিছু নয়, সবটুকু সূর্যের।
তাই নিয়ে দম্ভের মৌতাতে চুর যে।
রাতভর তারাদের মজলিসে আড্ডা,
আলোটাই কেড়ে নিলে চাঁদে শুধু গাড্ডা।

'ধার নাও, ঘি খাও' শাস্ত্রেই বলেছে।
প্রজারা বোঝে নি কেউ, রাজা মেনে চলেছে।
বেশ-ভুষা, বোল-চাল, চর্ব্য ও চোষ্য,
বাদশাহী কেতায় যে শাহজাহানও নস্য।

বাবুগিরি ষোলোআনা, জিডিপি তো গর্তে।
বুঝি নি তো ফাঁকতালে কবে কোন শর্তে,
আমাদের মাথা গুলো বন্ধক শেষটায়।
দেশপ্রেম ফেস্টুনে, নিলামে যে দেশটাই।
                       (০২/০৪/২০২১)