যাচ্ছি বলেও যাচ্ছো না যে বড়ো,
যেমন খুশি চলে যেতেই পারো।
মোহ মায়ার শেকড় টেকড় গুলো
ছিঁড়ে ফেলা কি আর কঠিন বলো।
কঠিন হয়তো তেমন কিছুই নয়,
কিন্তু তেমন সহজও নয় সেটা।
যাচ্ছি বলে সদর দরজা খুলে
বেড়িয়ে সটান নিরুদ্দেশে হাঁটা।
আমি তুমি ঘরকন্না প্রেম,
পুজোর ছুটি দিঘা উটি ফ্রেম
দেয়াল জুড়ে, পুরোনো অ্যালবামে।
আটকে আছো ধূসর স্মৃতির খামে।
এই পিছুটান ভেজায় চোখের কোণ,
রক্তক্ষরণ অন্দরে গভীরে।
'যাবোই চলে' ভাবনা সারাক্ষণ,
পরক্ষণেই আবার আসা ফিরে।
(০৮/১২/২০২০)