বুকের বাঁ দিকে দেখো ঢেউদের ওঠা পড়া
ঠিক যেইখানে,
সেখানে ঘুমিয়ে কেউ যার চোখে লেখা ছিল
জীবনের মানে।

হাজারো কথার ভিড়ে কিছু মুখচোরা কথা
অলখেই থাকে।
তারাদের জৌলুসে ভীরু সাঁঝবাতিদের
ছবি কে আঁকে।

নেহাতই সাদা কালো পেরোনো মূহুর্ত সব
চেনা অভ্যাসে,
কালের অতীত হলে সতত রঙিন হয়
স্মৃতি ক্যানভাসে।
                (০৫/০৬/২০২১)