ওল্টানো বাটির মতো
কুয়াশার ঘেরাটোপে
বন্দী রয়েছি আমি
বিচ্ছিন্ন এখন।
আরেকটি কুয়াশা জাল
ঘিরেছে তোমায় পুরো
আস্ত একটা সূর্যকে
গিলেছে যেমন।
উত্তুরে হাওয়া ঢোকে
সম্পর্কের গলি ঘুঁজি
যতো ভুল বোঝাবুঝি
কুয়াশা ছড়ায়।
সমস্ত ভালবাসা
জড়ো করে এসো আজ
বুক ভরা উদ্দামতা
আগুন ঝরাক।

কুয়াশার ঘেরাটোপে বিচ্ছিন্ন আমি
ধোঁয়াশা কুয়াশা জালে বন্দী তুমিও
বুকের আগুন জ্বেলে কুয়াশা তাড়াবো
সোনালী সকালে রোদ উঠোন চুমিও।
                  (২৯/১২/২০২০)