যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়,
উড়িয়ে দেওয়া খই না, স্মৃতি ওড়ে।
ছড়িয়ে পড়ে অন্তঃপুরময়,
জড়িয়ে ধরে শিকড়ে বাকড়ে।
এই যে থাকা সামনে এতক্ষণ,
দেখলে নাকি দেখলে না তো মোটে।
চলে গেলেই হারিয়ে যাওয়া ক্ষণ,
মুছলে যতো স্পষ্ট ততো ফোটে।
স্পষ্ট থেকে স্পষ্টতর আরো,
দীর্ঘ থেকে দীর্ঘ ছায়া মনে।
পুড়ুক চিতায় চিহ্ন যতো পারো,
চলচ্ছবি অনন্ত গোপনে।
(২২/০৪/২০২১)