একটি মানুষ
দুটো মানুষ
তিনটে মানুষ
মিছিল।
একফোঁটা লাল
দুই ফোঁটা লাল
তিন ফোঁটা লাল
নিশান।
সামনে আসুক
যতই কঠিন
বিশাল বাঁধার
পাঁচিল।
গুঁড়িয়ে যাবেই
বাজবে যখন
মহাকালের
বিষাণ।
একটা জ্বালা
দুটো জ্বালা
তিনটে জ্বালা
আগুন।
এক রাইফেল
দুই রাইফেল
তিন রাইফেল
ঘাঁটি।
অত্যাচারের
যতো আঘাত
ফিরিয়ে দেবেই
দ্বিগুণ।
জাগবে যখন
কলের চাকা
লাঙল, চিমনি
মাটি।
(১০/১০/১৯৮৬)