তুই আমাকে হাত ধরে
টেনে নিয়ে গিয়ে-
একে একে সব চেনালি।
পাহাড় সমুদ্র অরণ্য,
আর জ্যোৎস্নার মাদকতা সব।
তারপর হঠাৎ একলা করে চলে গেলি।
এখন এখানে
পাহাড় নেই সমুদ্র নেই।
অরণ্য আর জ্যোৎস্নার মাখামাখিও নেই।
মহাশূন্যে একদম একলা,
বোকার মতো দাঁড়িয়ে আছি।
(১৯৯৭)