সেদিন যখন শার্সিতে মেঘ
ঝাপটা মেরে ঝরছিল,
ব্যালকনিতে একলা দুপুর
দুই চোখে মেঘ ভরছিল।

দুরে তখন উঠোনে এক
কিশোরী মন ভিজছিল।
যেমন খুশি দুহাত ভরে
বৃষ্টি তুলে নিচ্ছিল।

সুদূর সেই ধূসর ছবি
ক্রমেই আরো ঝাপসা যে।
বৃষ্টি যখন ঝমঝমিয়ে,
মন এ কেমন সুর সাজে !

দমকা বাতাস শার্সি ভাঙো,
ছাদটা এবার আকাশ হোক।
ব্যালকনিতে বৃষ্টি এসো,
বন্যা ভাসাক একলা রোগ।

একলা অসুখ মন ছুঁয়ে তোর,
ভিড় তো জানি ছোঁয় না ঠিক।
আবার না হয় বানভাসি হই,
বৃষ্টি তোকে ভিজিয়ে দিক।

এ বুক আকাশ ভরিয়ে যতো
মেঘ কালো চুল ছড়িয়ে থাক।
বাতাস ওড়াক পর্দা বেবাক,
সব জমা মেঘ ঝরিয়ে যাক।
            (৩০/০৫/২০২১)