পিঠময় খোলা চুল কোমর ছুঁয়েছে,
পৌষের বিকেলের শীতমাখা রোদ
জানালার আলপনা পিঠেতে এঁকেছে।
হাঁটুতে রেখেছো মুখ, যতো দুঃখ বোধ।

সে বিষাদ ছড়িয়েছে পৃথিবীর বুকে,
বাতাসেরও নিশ্বাসে, অদ্ভুত সময়।
যে আলো মাখানো ওই আকাশের মুখে-
প্রভাহীন, নিষ্প্রাণ কী বিষাদময়!

সে আলো মেখেছো গায়ে, মননে ও বোধে।
'ভালো নেই' অনুভূতির সংক্রামক জ্বরে-
ভেঙেচুরে বসে আছো বিকেলের রোদে।
অজানা অসুখবোধ গভীর শিকড়ে।
                        (০৭/১১/২০২০)