জানিনা কবে হবে পূর্ণতা ভালবাসার
জানিনা কবে হবে দেখা তোমার সাথে আবার,
জানিানা কবে কাটবে বিরহের আধাঁর;
কতটি বছর পরে মিলবে প্রেমের সারথির
কতটি বছর পর বিনিময় হবে ভালবাসার।
কোর ফাগুন ঝড়া রাতে
কিংবা ঝুম বৃষ্টির প্রাতে
কৃষ্ণচূড়ার লাল রক্তে লেখা ভালবাসার মিলন মেলায়
মিশে রবে তুমি অপাড় মোহনায়।
তোমাদের যেখানে বৈশাখী ঝড়
আমাদের এখানে শ্রাবণ ঢল
সুদূর তেরশ মাইল হতে আসব ফিরে প্রিয়া তোমার কাছে
যেখানে কূষ্ণাচূড়া গাছে কোকিল ডাকে।
তোমার সবটুকু ভালবাসর রাংগা হাত দিয়ে
ভালবাসায় দিবে আমায় ভরিয়ে।
এই আসছি কাল কিংবা পরশু
দেখা হবে প্রিয়া ড্রিম হলিডে পার্কের মোড়ে
আমার বুকের রক্ত দিয়ে সাজাব তোমায়
তবু কথা দাও ভালবেসে যাবে আমায়।
ঠিক কোন বিকেল বেলা
ছুটছি তোমার পথ পানে
তুমি হয়তো রয়েছ দাঁড়িয়ে এই আমার অপেক্ষাতে
প্রচন্ড বেগে ছুটছি আমি
মটর সাইকেলে;
একটি আওয়াজ শুধু ভেসে আসল কানে
একটু পরেই দেখি রক্তে লাল পিচ ঢালা রাস্তা;
এই জনমের তরে আর বুঝি প্রিয়ে হলোনা তোমার সাথে দেখা।
দুচোখ ঝাপসা হয়ে আসে
প্রাতের সাঝের মায়া যেন মনে ভাসে
চির সবুজের মাঝে কৃষ্ণচূড়া যেন ফুটে আছে টকবগে।
কোন দিন হবেনা দেখা আর তোমার সাথে
কোনদিন স্বপ্ন দেখাবেনা আর আমাকে নিয়ে
নীল আকাশে ভাসে তারার মেলা
শুধু একটু দেখা দাও এই চির বিদায় বেলা।
কার কাছ থেকে শুনে তুমি যেন দৌঁড়ে আসলে
দুচোখ ভরে গেছে নয়নের জলে
এই জনমের তরে চির বিদায় হে প্রাণের প্রিয়া
মনে রেখো আমায় পরানের হিয়া।
( বাইশ বছরের টগবগে যুবক বিদেশ হতে ফিরল কয়েক দিন