চারিদিকে অগনিত মানুষের ভীড়
অজস্র মানুষের কোলাহল
নদীর তীরে খেটে খাওয়া যুবাদের দল
নিবিড় গতিতে চলা জলজান
সবই যে সুপরিচিত সবার।


আজকে এ সন্ধ্যা বেলায়
মেঘাচ্ছন্ন আকাশের নিচে
দেখছি এ পৃথিবীর পরিচিত রুপ,
এই যে খেটে খাওয়া মানুষের
রৌদ্র ঝলসানো দেহ
রোদে পোড়ানো কালো কায়া
সব যেন এক মায়াবী স্বাক্ষী অন্তত কালের
চেনা পথ ,চেনা মানুষ, চেনা জায়গা
সব যেন মাঝে মাঝে অচেনা মনে হয়।


ঝাপসা নয়নে ফিরে তাকাই বারবার
এক বুক কষ্টই শুধু ফিরে আসে,
যা ভগ্ন হৃদয়ে তোলপাড় তোলে।


বাতাসে বাতাসে অগ্নি স্ফুলিঙ্গ
নিস্তেজ শরীরে রাজ্যের ক্লান্তি
তবু খেটে খাওয়া    মানুষেরা
মনে শান্তির সুবাস ছড়িয়ে
চলে অনাদিকালের পথে।
অন্ন যোগায় ,সেবা দেয়
দেয় অফুরন্ত ভালবাসা
এর মাঝেই বেচেঁ থাকে তাদের মনের সকল আশা।