ভীষণ বর্ষায়,
কালো মেঘে অন্ধকার নেমে আসে যদি
নীল আকাশ ও নিশ্চিহ্ন হয় ;
মুখ লুকাই ভোরের সূর্য,
ঝমঝমিয়ে বৃষ্টি  আসে,
মেঘের গর্জনে কান পাতা ভার হয়
আমি তাও যেতে রাজি, তুই হাত ধরলেই।


অসহ্য গরমে,
মাথা বেয়ে নোনা জল ধেয়ে আসে যদি,
আগুনের গোলা ছুটে বেড়াই দিনের শেষভাগ পর্যন্ত ;
এমন উত্তপ্ত দিনে আমি যেতে রাজি, তুই হাত ধরলেই।


হিমপরা শীতে,
অঙ্গে অঙ্গে কম্পমানের ঝড় বয় যদি,
শিউরে উঠে বক্ষস্থল ;
কুয়াশার চাদর ঢেকে দেয় শরীর
আমি তাও যেতে রাজি,  তুই হাত ধরলেই।


শরতের কাশফুলে, ভাসমান মেঘের মতো আমিও ভেসে যেতে রাজি, তুই হাত ধরলেই।


হেমন্তের সোনালী ধানে, ক্ষেতের আলপথ ধরে যেতে রাজি, তুই হাত ধরলেই।


বসন্তের কোকিল কূজন এর শ্রোতা হয়ে,পলাশের সৌরভ গায়ে মেখে, দক্ষিনা হাওয়াই মিশে যেতে রাজি, তুই হাত ধরলেই।