যুগে যুগে আধুনিকতা এসেছে
ঘটেছে ব্যাপক ভাবে বিজ্ঞানের প্রসার
সামনে জ্বল জ্বল করছে নব নব আবিস্কার
তবুও, মানুষ মুক্ত হতে পারেনি
পারেনি ভুলতে কুসংস্কার।


অভাব আজও উপযুক্ত শিক্ষার
কুসংস্কার জড়ীত আজও ধর্মের সাথে
ঘটে-সতীদাহ প্রথা,বহুবিবাহ
বাল্যবিবাহের বিস্তার।


কুসংস্কারের দোহায় দিয়ে
ডাইনির অপবাদে নির্যাতিত হয় নারী
শুস্ক ও মিথ্যা অত্যাচারে
কতজনকে ছাড়তে হয় বাড়ি।


এইসব ঘটনা প্রমাণ করে
সমাজে কুসংস্কার রয়েছে বদ্ধমূলে
তাই মুক্ত করতে হবে সমাজকে
ভাঙতে হবে কুপ্রথা
হতে হবে উদ্যম
হতে হবে কর্মনিষ্ঠা।।