খুঁজে চলেছি শান্তির এক নীড়
যেথায় থাকবেনা স্বার্থপর মানুষের ভীড়
কিন্তু কোথায় সেই ঠিকানা
এত দিন ,এত বছর পেরিয়ে এলাম ..
কই খুঁজে তো পেলাম না
যেই স্থানেই গেলাম
দেখলাম কিছু লোভী মানুষ
স্বার্থ ছাড়া বোঝে না কিছু
কেউ মস্তান ,কেউ দালাল
কেউ বা খুশি হয়
দেখলে রক্তের তাজা লাল
ভেদাভেদে ভরা হিংসায় মোড়া
নেই বিশ্বাস ,নেই ভালবাসা
নেই কোনো বীর
বলতে পারো কেউ
কোথায় পাবো শান্তির সেই নীড়?