রূপসী এক গাঁয়ের বধূ
কলস হাতে করে
হেঁটে যায় নদীর দিকে
পায়েতে নূপুর পরে
নদীর ধারে সবুজ ঘাসে
পড়ে আলতা রাঙা চরণ
দুই হাতে রয়েছে তার
রঙীন দুটি কাঁকন
পড়নে তার লাল শাড়ি
খোঁপায় ফুলের মালা
মুখটি তার লাজে ভরা
শূন্য তার গলা
কপালে একটি লাল টিপ
চোখে কাজল পরা
ঠোঁট দুটিতে লাল রঙ
হাসিতে ভরা
ছুটে চলে নদীর ধারে
নূপুরে রুমঝুম বাজে
রূপের যাদু ঝড় তোলে
আমার হৃদয় খানির মাঝে।।