মায়ের স্মৃতি বুকেতে আগলে
এখন কাটাই দিন
মনে পড়ে মা'র কোলে না শুলে
ঘুম আসত না কোনদিন।
লোকে বলে কত বড় হয়েছিস
মা তবু আমার চাই
মা'র স্নেহ, আদর মা'র বুক ছাড়া
বল কোনখানে পাই।
মা'র পরিচয় দূর আকাশে
ভিড়ে মেশা এক তারা
তার দেখান পথে চলি তাই
হইনিকো দিশে হারা।
সারাটি জীবন রইবে ব্যাকুল
মায়ের জন্য মন
এই পৃথিবীতে আর কেউ নেই
মা'র চেয়ে প্রিয়জন।
মা ছাড়া আর কেউ বোঝে না
জুড়োয় কিসে ব্যথা
সারাটি জীবন ধরে মনে পড়ে
তাইতো মায়ের কথা।
এই পৃথিবীতে সবার চাইতে
প্রিয় হল আমার মা
এ জীবনে কারো সঙ্গে হবে না
তার সাথে তুলনা।