যুদ্ধ দেখিনি কভু,
দেখিনি কোন আগুনের লেলিহান শিখা-
জীবন নামের সাম্পান ভিড়াতে তীরে
সবার জীবনে হয়তো দিবে দেখা।
যুদ্ধের মাঠে গুলিতে কামানের
ক্ষনিকেই জীবন ক্ষত বিক্ষত-
পথ পাড়ি দিতে গেলে জীবনের
অশ্রু, বেদনা পোহাতে হয় শত-শত।
আমি এক সে-ই,
জীবন যুদ্ধের সৈনিক-
অমলিন ঠোঁটে মিষ্টি হাসি
জড়াতে হয় দৈনিক।
থামা যায়না তবুও
আসে বিমারি-মহামারি যত-
যবে বয়ে সব-ই ধুকে ধুকে
এগুতে হয় অবিরত।
অচেনা পথ দিয়ে পাড়ি-
অজানা জন-কে করে সাথি
হাজার ক্রোশ দুরে থাকিলেও
জ্বালাতে হয় বহু জীবনের বাতি।
নিবু নিবু নিজ প্রদ্বীপ-
মিলেনা কভূও অবকাশ
এ-যেন জীবন 'রণ'
নীরবে সয়ে যাওয়া প্রবাস।