ব্যথা টা বুকের মধ্যে তখনি লাগে
যখন কাছের মানুষ গুলো ব্যথার
উপরে আরও জোরে আঘাত করে,
প্রচণ্ড কষ্টে যেন বুকটা ফেটে যাবে
অবশিষ্ট আর কেউ নেই পাশে আজ
কষ্ট গুলো সয়ে যাই একান্ত নীরবে।
যে ছিলো খুব আপন সে ও কেমন
খুব সহজেই গুটিয়ে নিলো হাত,
দুঃসময়ে প্রমাণ হলো ভালোবাসা,
বন্ধু স্বজন প্রকৃতির কত তফাৎ।
সত্যি আমি এখন বেজায় নষ্ট
হাজার ব্যথা বুকে যার বাসা
অল্পতে ই কেমনে সে পায় কষ্ট?
দিক না আগাত হয় কি তাতে?
মিটি মিটি আলোতে জোনাকির
কেঁদে নেব একা বসে গভীর রাতে।