আমাদের দুজনার দেখা হলো শনিবার
সেই থেকে কেন জানি মনে পড়ে অনিবার।
মনে পড়ে সেই মুখ মায়াবী কি মিষ্টি
দুচোখ কালো তার সবুজাভ দৃষ্টি ।
যেই চুলে রং মেখে দিন শেষে রাত আসে
উড়েছিল সেই চুল ফুরফুরে বাতাসে।
উড়ে ছিলো এলোমেলো ওড়নাটার আঁচলও
দুরু দুরু বুকটাও তখনো কি নাচলো!
ভাবিনিতো কোনদিন দেখা হবে চলতে
মুখ খুলে আমি কিছু পারিনিতো বলতে।
হাত তুলে তবু আমি করেছি যে ইশারা
তুমি নিজে ঐ চোখে দিয়েছিলে কি সাড়া ?
জানিনিতো আমি কিছু পারিনিতো বলতে
কোন দিকে যাব আমি তোমাকে যে খুঁজতে।
খুঁজলে কি পাবো আমি হবে আর দেখা কি
অসহায় আমি আজ, আছি বড় একাাকি।
বেদনায় কেটে যায় ভূমিহীন দিন তাই
তুমি মেয়ে সূখটুকু করে নিলে ছিনতায়।