তোমার উপর কোন রাগ নেই আমার
যে দেশে স্বপরিবারে নিহত হয় বঙ্গবন্ধু।
যারা খুনি তারাইতো এদেশেরই লোক
যে দেশে শতশত ইয়াসমিন-দিবারা মরে
মরে এদেরই হাতে।
যৌতুক অন্যায় নির্যাতনে শোশিত হয় সমাজ,
না তাদের তুলনায় তোমার অপরাধ তিল পরিমাণ
সমাজ চিত্র দেখে মনে হয় এটাই স্বাভাবিক
যখন কেউ মানব অধিকারে প্রতিবাদ করে
তখন তোমাদের মূখোশ উন্মোচিত হয়,
কত রাজাকারের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়
আমাদের ঘরে ঘরে
প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তাদেরই তো সংখ্যা বেশি
তাই বিধাতার হাতে তোমাকে সমর্পণ করে
ক্ষমা করে দিলাম।


তারিখ : ৩ মার্চ ১৯৯৫